বিষাক্ত রাসেল ভাইপার ভ্যাক্সিন
ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেল ভাইপার। এই সাপে কামড় দেওয়ার ২ ঘণ্টার মধ্যে এন্টিভেনম ভ্যাকসিন দিতে হবে। না হলে ওই সাপে কাটা রোগীর মৃত্যু নিশ্চিত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ এলাকার জিক্কার মোড় আড়িয়াল খাঁ নদীর পাড়ে রাসেল ভাইপার নামের বিষধর সাপের দেখা মিলেছে। বুধবার সকালে স্থানীয়রা সাপটি দেখে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়।
রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীরজুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। রাসেল ভাইপার সাপ চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত।
স্কয়ার ফার্মা বের করেছে ভ্যাক্সিন যা দেশের মানুষের জন্য খুব উপকারী